আইজ সাত সকালে টেরিটোরি ডিস্পিউট এন্ড ফ্ল্যাগ
মিটিং প্রত্যক্ষ করলাম। এলাকার
থেকে বের হবার পথে দেখি ২ দিক থেকে ১৫-২০ টা কুকুর ঘেউ ঘেউ
করতে করতে খিচ্চা দৌর লাগাইয়া মুখামুখি অবস্থানে । কপাল দোষে আমি দুই দলের মাঝে পরছি
ভয়ে সিটকা মাইরা খাড়ইয়া খাড়ইয়া দেখলাম এক দল অন্য দলেরে দাতমুখ খিচাইয়া সমস্যা নিয়া আলোচনা করতাছে। কুকুরের কথা যেহেতু বুঝিনা , মনে হইলো , চোরাচালান , অবৈধ অনুপ্রবেশ , সীমানা নির্ধারন নিয়া আলোচনা করছে। আলোচনায় নেত্রীত্ব দেয় অল্প বয়েস্ক দুই কুকুর, মনে হয় ডিপ্লোমেসিতে বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত। গায়ের চুল গুলা কেমন ঝিলিক দিচ্ছিল , চুলে জেল দিলে যেমন ঝিলিক দেয়। আলোচনার ধরন ধারন দেখে মনে হলো তারা চোরাচালান রোধে কি কি কর্মপন্থা তৈরি করা যায়, সে বিষয়ে একটা এগ্রিমেন্টে আসতে এক মত হইছে । অবৈধ অনুপ্রবেশ নিয়া তাদের মধ্যে মনে হচ্ছিল কিছু ঝামেলা রয়ে গেছে ।
২ মিনিট দীর্ঘ মিটিং শেষে বর্ডার বরাবর দুই দলের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির ৪ জন কুকুর পেসাব কইরা সীমানা চিহ্নিত করেন। একাজে তাদের সহায়তা করেন বর্ডার গার্ডের কুকুরগন।
তারপর ২ দল রাজধানীর দিকে রওনা করে সংসদীয় কমিটির কাছে রিপোর্ট পেশ করার জন্য।
ভয়ে সিটকা মাইরা খাড়ইয়া খাড়ইয়া দেখলাম এক দল অন্য দলেরে দাতমুখ খিচাইয়া সমস্যা নিয়া আলোচনা করতাছে। কুকুরের কথা যেহেতু বুঝিনা , মনে হইলো , চোরাচালান , অবৈধ অনুপ্রবেশ , সীমানা নির্ধারন নিয়া আলোচনা করছে। আলোচনায় নেত্রীত্ব দেয় অল্প বয়েস্ক দুই কুকুর, মনে হয় ডিপ্লোমেসিতে বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত। গায়ের চুল গুলা কেমন ঝিলিক দিচ্ছিল , চুলে জেল দিলে যেমন ঝিলিক দেয়। আলোচনার ধরন ধারন দেখে মনে হলো তারা চোরাচালান রোধে কি কি কর্মপন্থা তৈরি করা যায়, সে বিষয়ে একটা এগ্রিমেন্টে আসতে এক মত হইছে । অবৈধ অনুপ্রবেশ নিয়া তাদের মধ্যে মনে হচ্ছিল কিছু ঝামেলা রয়ে গেছে ।
২ মিনিট দীর্ঘ মিটিং শেষে বর্ডার বরাবর দুই দলের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির ৪ জন কুকুর পেসাব কইরা সীমানা চিহ্নিত করেন। একাজে তাদের সহায়তা করেন বর্ডার গার্ডের কুকুরগন।
তারপর ২ দল রাজধানীর দিকে রওনা করে সংসদীয় কমিটির কাছে রিপোর্ট পেশ করার জন্য।