Skip to main content

ডেসকো

বিদ্যুৎ বিতরন ব্যাবস্থা উন্নয়নের জন্য ডেসকোর জন্ম। বেসরকারীতে ৫৫ আর সরকারী ৪৫% মালিকানা দিয়ে এর কার্যক্রম শুরু। শুরুর দিকে সামান্য কিছু সমস্যা হলেও সার্বিক ভাবে এর কাজ ছিল অনেক উন্নতমানের । গ্রাহকের সেবা , সমস্যা সমাধান , সার্বিক পরিচলনার ক্ষেত্রে এর ভাল একটা প্রভাব ছিল । ডেসার যুগে বিদ্যুৎ এর যাওয়া আসা ছিল "১০টার ট্রেন কয়টায় ছাড়ে" টাইপের । আর ডেসকো যদি ৫ ঘন্টা দিনে লোডশেডিং করতো তবে অন্তত জানতাম
যে কখন হবে আর কতক্ষন হবে।

ডেসকোর কর্মচারীরাও কাজ করতো ভাল করে । বছরে যদি ৫ টা বোনাস পায় , কে না কাজ করে । আজ ডেসকোর নিম্নপদের এক জনের সাথে কথা বলে জানতে পারলাম এ সরকার আসার পর থেকেই ডেসকো , সরকারের দখলে , যার সাথে কথা বললাম সে প্রোমোশনের জন্য পরিক্ষা দিয়েছিল , তার কাছে মাত্র ৫ লাখ টাকা চাওয়া হয়েছে । আমাকে প্রশ্ন করলো "যখন চাকরিতে ঢুকি তখন ১ টাকাও ঘুস দিতে হয় নাই , এখন প্রমোশনের জন্য যদি ৫ লাখ টাকা দেই , তা হলে এই টাকা আপনের কাছ থেকেই আমার আদায় করতে হবে , তখন কি কি খালি দিবেন ?"

একজন এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে মন্ত্রীর সুপারিশে (২০ লাখ !!) । আমার এলাকার ডেসকোতে তাকে পোস্টিং দেয়া হবে । ৫ বছরে কত টাকা সে ড্রয়ারে ঢুকাবে ????

সেপ্টেম্বর ২০১২.

Popular posts from this blog

বর্তমান হিন্দু মুসলমান সমস্যা

১৯২৬ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ভাষন দেন যার নাম “বর্তমান হিন্দু মুসলমান সমস্যা” । এটি বাঙলা প্রাদেশিক সম্মেলনে প্রদান করেন। পরে তা হিন্দু সংঘ পত্রিকায় ছাপা হয় ১৯ শে আশ্বিন ১৯৩৩ সালে। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক  এর ভাষায় ১৯৩০ সালের দিকে প্রকাশিত শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যা পর এত ( আহামদ ছফার বাঙালি মুসলমানের মন ) প্রভোক্যাটিভ রচনা বাংলা ভাষায় পড়ি নাই। কোন একটা কথা বহু লোকে মিলিয়া বহু আস্ফালন করিয়া বলিতে থাকিলেই কেবল বলার জোরেই তাহা সত্য হইয়া উঠে না । অথচ এই সম্মিলিত প্রবল কন্ঠস্বরের একটা শক্তি আছে । এবং মোহও কম নাই । চারিদিক গমগম করিতে থাকে – এবং এই বাস্পাচ্ছন্ন আকাশের নীচে দুই কানের মধ্যে নিরন্তর যাহা প্রবেশ করে , মানুষ অভিভূতের মতো তাহাকেই সত্য বলিয়া বিশ্বাস করিয়া বসে । propaganda বস্তুত এই-ই । বিগত মহাযুদ্ধের দিনে পরস্পরের গলা কাটিয়া বেড়ানই যে মানুষের একমাত্র ধর্ম ও কর্তব্য , এই অসত্যকে সত্য বলিয়া যে দুই পক্ষের লোকেই মানিয়া লইয়াছিল , সে ত কেবল অনেক কলম এবং অনেক গলার সমবেত চীৎকারের ফলেই । যে দুই- একজন প্রতিবাদ করিতে গিয়াছিল ,...

সিরাজুল আলম খান - ব্ল্যাক সোয়ান

মুক্তিযুদ্ধ চলা কালে ট্রেনিং সেন্টারে (ফোল্ডার হাতে) পরিচিতি :  সিরাজুল আলম খান, নোয়াখালীতে ১৯৪১ সালে জন্ম নেয়া এক জন ব্যাক্তি যে বাংলাদেশের জন্মের সাথে জড়িত অত্যান্ত নিবিড় ভাবে। অবিবাহিত একজন মানুষ যাকে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সম্মক অবহিতজনের কাছে পরিচিত রহস্যপুরুষ হিসাবে, এছাড়া রাজনৈতিক নেতাদের কাছে তিনি পরিচিত তাত্ত্বিক (theorist) হিসাবে। সিরাজুল আলম খান ভিন্ন ভিন্ন তিন মেয়াদে প্রায় ৭ বছর কারাভোগ করেন। সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসাবে শিক্ষায়তনে সুখ্যাতি অর্জন করেছিলেন। সিরাজুল আলম খানের বিশ্ববিদ্যালয় ডিগ্রী অঙ্ক শাস্ত্রে হলেও দীর্ঘ জেল জীবনে তিনি দর্শন, সাহিত্য, শিল্পকলা, রাজনীতি-বিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সামরিক বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সংগীত, খেলাধুলা সম্পর্কিত বিষয়ে ব্যাপক পড়াশোনা করেন। ফলে রাষ্ট্রবিজ্ঞানের উপর গড়ে উঠে তাঁর অগাধ পাণ্ডিত্য এবং দক্ষতা। সেই কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের অসকস বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬-’৯৭ সনে। ...

বানী প্রবচন

সাত কোটি বাংগালীর হে মুগ্ধ জননী , রেখেছ বাংগালী করে মানুষ করোনি । - রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন   বাংগালী চির দিন দালালী করতেই পারে কিন্তু দল গড়ে তুলতে পারে না । - জাতীয় কবি নজরুল বেশি এডভান্স হয়ে যাচ্ছে না !!!   আ স ম আব্দুর রব কে শেখ মুজিব (২ মার্চ ৭১ এ মুজিবের হাতে পতাকা তুলে দিলে রবকে মুজিব) " ফজলুল   কাদের   চৌধুরী   জেলে   কী   খাচ্ছে   না   খাচ্ছে ।   এতসব   ভাল   খাবার   দেখে   ওনার   কথা   হঠাৎ   মনে   পড়ে   মনটাই   খারাপ   হয়ে   গেল ।   আমি   কীভাবে   খাই ? - শেখ মুজিব ( অধ্যাপক   আবু   সাঈদ ১২ তারিখের চ্যানেল ২৪ এর টক শোতে উল্ল্যেখ করেন   ) থ্যাঙ্ক গড , পাকিস্তান ইজ সেভড - ভুট্টো (অপারেশন সার্চ লাইট শুরু হলে পর দিন তিনি পশ্চিম পাকিস্তানের দিকে রওনা হন , তখন এয়ারপোর্টে) ১. "ধর্ষন যখন নিশ্চিত তখন তা উপভোগ করাই শ্রেয় ।" ২. আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু। ...