বিদ্যুৎ বিতরন ব্যাবস্থা উন্নয়নের জন্য ডেসকোর
জন্ম। বেসরকারীতে ৫৫ আর সরকারী ৪৫% মালিকানা দিয়ে এর কার্যক্রম শুরু। শুরুর
দিকে সামান্য কিছু সমস্যা হলেও সার্বিক ভাবে এর কাজ ছিল অনেক উন্নতমানের ।
গ্রাহকের সেবা , সমস্যা সমাধান , সার্বিক পরিচলনার ক্ষেত্রে এর ভাল একটা
প্রভাব ছিল । ডেসার যুগে বিদ্যুৎ এর যাওয়া আসা ছিল "১০টার ট্রেন কয়টায়
ছাড়ে" টাইপের । আর ডেসকো যদি ৫ ঘন্টা দিনে লোডশেডিং করতো তবে অন্তত জানতাম
যে কখন হবে আর কতক্ষন হবে।
ডেসকোর কর্মচারীরাও কাজ করতো ভাল করে । বছরে যদি ৫ টা বোনাস পায় , কে না কাজ করে । আজ ডেসকোর নিম্নপদের এক জনের সাথে কথা বলে জানতে পারলাম এ সরকার আসার পর থেকেই ডেসকো , সরকারের দখলে , যার সাথে কথা বললাম সে প্রোমোশনের জন্য পরিক্ষা দিয়েছিল , তার কাছে মাত্র ৫ লাখ টাকা চাওয়া হয়েছে । আমাকে প্রশ্ন করলো "যখন চাকরিতে ঢুকি তখন ১ টাকাও ঘুস দিতে হয় নাই , এখন প্রমোশনের জন্য যদি ৫ লাখ টাকা দেই , তা হলে এই টাকা আপনের কাছ থেকেই আমার আদায় করতে হবে , তখন কি কি খালি দিবেন ?"
একজন এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে মন্ত্রীর সুপারিশে (২০ লাখ !!) । আমার এলাকার ডেসকোতে তাকে পোস্টিং দেয়া হবে । ৫ বছরে কত টাকা সে ড্রয়ারে ঢুকাবে ????
সেপ্টেম্বর ২০১২.
ডেসকোর কর্মচারীরাও কাজ করতো ভাল করে । বছরে যদি ৫ টা বোনাস পায় , কে না কাজ করে । আজ ডেসকোর নিম্নপদের এক জনের সাথে কথা বলে জানতে পারলাম এ সরকার আসার পর থেকেই ডেসকো , সরকারের দখলে , যার সাথে কথা বললাম সে প্রোমোশনের জন্য পরিক্ষা দিয়েছিল , তার কাছে মাত্র ৫ লাখ টাকা চাওয়া হয়েছে । আমাকে প্রশ্ন করলো "যখন চাকরিতে ঢুকি তখন ১ টাকাও ঘুস দিতে হয় নাই , এখন প্রমোশনের জন্য যদি ৫ লাখ টাকা দেই , তা হলে এই টাকা আপনের কাছ থেকেই আমার আদায় করতে হবে , তখন কি কি খালি দিবেন ?"
একজন এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে মন্ত্রীর সুপারিশে (২০ লাখ !!) । আমার এলাকার ডেসকোতে তাকে পোস্টিং দেয়া হবে । ৫ বছরে কত টাকা সে ড্রয়ারে ঢুকাবে ????
সেপ্টেম্বর ২০১২.