সে অনেক কাল আগের কথা , তখন তপু ক্লাস এইটে পড়ে। তপুর বাবা সিরিয়াস টাইপের হুমায়ন ভক্ত। তার উপর আবার হিমু সিরিজ নতুন বের হওয়া শুরু করছে । মহা মানব জিনিসটার প্রতি তপুর বাবা বেশ ইন্টারেস্ট ফিল করতে থাকেন । এক দিন তিনিও হিমুর বাবার মত ডিসিশন নিয়ে ফেলেন ছেলেকে মহা মানব বানাবেন । হিমু পড়ে যেহেতু জানতে পেরেছেন হিমু খালি পায়ে হাটে , তাই তিনি ছেলেকে জুতো ছাড়াই স্কুলে পাঠান । বর্ষাকাল , রাস্তায় কাদাপানিতে ছড়াছড়ি , তপু তার মাঝ দিয়ে হেটে যাচ্ছে । পা ফেলে আর তার পাশ থেকে লোকজন লাফ দিয়ে দু দিকে সরে যায়। পা ফেলছে আর লোক সরে যাচ্ছে ।
এই করে স্কুলে যখন উপস্থিত হয়, ক্লাসের বুটি মেডাম (আসলে তার নাম রোকসানা, উনার পাছা বড়। তপুর বন্ধু রাশেদ তপুকে বলেছে পাছা বড় হলে বুটি বলতে হয় , তবে সামনে বলা যাবে না। ) তাকে দেখে বলে এই তুমি কে ?
- ম্যাডাম আমি তপু।
- তপু !!! তোমার এই অবস্থা কেন ? গায়ে এতো ময়লা কাদা কেন ? উহু কি গন্ধ !!!
- ম্যাডাম , আমি মহা মানব হচ্ছিতো , তাই।
- কি ????????? কি মানব ?????
- ম্যাডাম মহা মানব।
আজকে থেকে বাবা আমাকে মহা মানব বানাচ্ছেন। মহা মানবেরা খালি পায়ে থাকেন , তাই আজ থেকে আমি খালি পায়ে থাকবো । ম্যাডাম আপনার কাছে সুই আছে ? মনে হচ্ছে পায়ে কিছু একতা ফুটেছে ।
সেদিন তপুর বাবাকে স্কুলে ডেকে সাবধান করে দেয়া হয় , যদি এমন আর কখনো হয় তবে তপুকে টিসি দিয়ে দেয়া হবে । তাতে তপুর বাবা মনক্ষুন্ন হয়ে বাসায় ফিরে আসেন । এক সপ্তাহ চিন্তা করে সিদ্ধান্ত নেন। না মহা মানব না ছেলেকে গায়ক বানাবেন । গায়ক হলে দেশের সকলে চিনবে , সবার প্রিয় হতে পারবে , মহা মানবেরাও তো সবার প্রিয় গায়ক হওয়া বরং অনেক সুবিধার । খালি পায়ে হাটা লাগবে না , না খায়ে দিন যাপন করতে হবে না । কিন্তু সবার মনে ঠাই করে নিতে পারবে ।
এই চিন্তা থেকে বিখ্যাত সংগীত পরিচালক বাটাম এর সাথে যোগাযোগ করলেন। ২ লাখ টাকার বিনিময়ে একটা গান লিখিয়ে ও সুর করিয়ে নিলেন । গানটা হচ্ছে “মেয়ে , একদিকে গাং তোমার অন্যদিকে পানি ”
২০০৮ এ তপুর এই গাং পানি গানটা হেব্বি হিট করে । সে হিটের চোটে তপুর মাথায় সর্টসার্কিট হইয়া যায় । ৩ মাস মেন্টাল হসপিটালে থাকার পর আবার স্বাভাবিক (?) জীবনে ফেরত আসে । কিন্তু সর্ট সার্কিটের ক্ষতি কি আর সহজে সারে !! hang over শেষে hang around যেমন , তেমন অবস্থা চলছে।
পাদটিকা : ' মেয়ে ',' একদিক ',' অন্যদিক ' এই তিন শব্দ ছাড়া তপু যদি গান গাইতে পারবে , বুজবেন তপুর hang around শেষ হয়ছে ।