২০০২ সালের ঘটনা , আমি আর বন্ধু মঞ্জু
তিতুমীর কলেজের ক্যান্টিন থেকে চা খেয়ে সবে বসি শহীদ মিনারের সিড়িতে । এক
সিনিওর আপু ছিল যাকে আমি নাম দিয়েছিলাম পুতলা । দেখতে ছোটখাটো গোলা চেহারায়
গোল চশমা । কবি নজরুলের মত চুল, আমাদের থেকে চার পাচ হাত দূরে বসেছিলেন ।
আমার বা দিকে আপু ডানপাশে মঞ্জু।
আমার দিকে তাকিয়া কিছু একটা জিজ্ঞাসা করলেন। আমি একটু কিংকর্তব্যবিমূর হয়ে যাই, সে সময় মেয়েদের সাথে কথা বলতে গেলে গলা শুকান
আমার দিকে তাকিয়া কিছু একটা জিজ্ঞাসা করলেন। আমি একটু কিংকর্তব্যবিমূর হয়ে যাই, সে সময় মেয়েদের সাথে কথা বলতে গেলে গলা শুকান
ো
মাথা ফাকা ফাকা লাগার মতো সমস্যা হতো । আবার কিছু একটা জানতে চাচ্ছেন ।
আমি উত্তর দেই আমরা ভাল আছি , আপনি কেমন আছেন। মঞ্জু গর্তজীবি প্রানী ,
সাধারনত কচ্ছপ এর মত মাথাটা সামনের দিকে এগিয়ে দিয়ে হাত নেড়ে নেড়ে বলল হ্য
হ্য আপু আমরা ভাল আছি । আপনে কেমন আছেন।
এবার আপু আঙ্গুল দিয়ে বা হাতের কব্জিতে ইশারা করে জিজ্ঞাসা করলেন কটা বাজে । বুজলাম বেকুব তো হইছি সিরিয়াসলি। আমি তারাতারি ঘড়ি দেখে টাইম বললাম , টাইম শুনে মঞ্জুর রিএকশন ছিল "তুই টাইম কস কে , জিগাইছে কেমন আছছ।" আমি তার দিকে তাকাইয়ে বললাম শালা জিগাইছিল কয়টা বাজে , আমি ভুল ইন্টারপ্রেট করছি । হঠাৎ আমার বা হাত নিজের দিকে টেনে নিয়ে সময় দেখলো মঞ্জু , আপুর দিকে আবার কচ্ছপের মত মাথা এগিয়ে দিয়ে বেশ জোরে জোরে সময় বললো ।
সময় বলেই আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো "আয় হায় এইটা কি হইলো !!" তারপর হাসতে হাসতে শহীদ মিনারের বেদিতে শুয়ে পরে এমন গড়াগড়ি দিলে যে , আপু তো আপু অন্যান্য যত কাপল, ছেলে, মেয়ে ছিল সব বেদি থেকে সরে গেল, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মঞ্জুর দিকে । মঞ্জু গড়াগড়ি দিচ্ছে আর বলছে পৌনে এগার হা হা হা হা পৌনে এগার, আর আমি মঞ্জুর এক হাত ধরে টেনে তোলার চেষ্টা করছি ।
এবার আপু আঙ্গুল দিয়ে বা হাতের কব্জিতে ইশারা করে জিজ্ঞাসা করলেন কটা বাজে । বুজলাম বেকুব তো হইছি সিরিয়াসলি। আমি তারাতারি ঘড়ি দেখে টাইম বললাম , টাইম শুনে মঞ্জুর রিএকশন ছিল "তুই টাইম কস কে , জিগাইছে কেমন আছছ।" আমি তার দিকে তাকাইয়ে বললাম শালা জিগাইছিল কয়টা বাজে , আমি ভুল ইন্টারপ্রেট করছি । হঠাৎ আমার বা হাত নিজের দিকে টেনে নিয়ে সময় দেখলো মঞ্জু , আপুর দিকে আবার কচ্ছপের মত মাথা এগিয়ে দিয়ে বেশ জোরে জোরে সময় বললো ।
সময় বলেই আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো "আয় হায় এইটা কি হইলো !!" তারপর হাসতে হাসতে শহীদ মিনারের বেদিতে শুয়ে পরে এমন গড়াগড়ি দিলে যে , আপু তো আপু অন্যান্য যত কাপল, ছেলে, মেয়ে ছিল সব বেদি থেকে সরে গেল, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মঞ্জুর দিকে । মঞ্জু গড়াগড়ি দিচ্ছে আর বলছে পৌনে এগার হা হা হা হা পৌনে এগার, আর আমি মঞ্জুর এক হাত ধরে টেনে তোলার চেষ্টা করছি ।