Skip to main content

Posts

Showing posts from November, 2013

ইলেকশন

ব্রহ্মাদেব, একুনে ৩০০০ বছর হতে চললো দেবালোকে রাজত্ব করিতেছেন , গতবার ইলেকশনে অপোনেন্ট পার্টি ছিল বিষ্ণু। সকল দেবতাই তাহাকে ভোট দিয়াছিল , খালি নারদ ব্যাটা ভোট না দিয়া চলিয়া গিয়াছিল, বলিয়াছিল তাহার নাকি পেটের ব্যাথ্যা , বাড়ি যাইয়া দই চিড়া খাইয়া শুইয়া থাকিবে । কিন্তু ব্যাটা বদের হাড়ি সোজা গিয়া শিবের পুত্র কার্তিকের সাথে গিয়া শলা করিতেছিল। এমনিতেই সে শিবের পুত্র তায় আবার সকল ব্রহ্মাস্ত্রের রক্ষনাবেক্ষনের ভার তার হাতে, ছেলেটি অল্পতেই চটিয়া যায়। ব্রহ্মাদেব ঘটনা শুনিয়া ভকরাইয়া গিয়াছিলেন , তবে ভাগ্যভাল যে সে সময় চলিতেছিল অমাবশ্যার তিথি তাই কার্তিক আর কিছু করিতে পারে নাই, না হইলে কি করিত কে জানে ।  নারদের এহেন কাজের জন্য ইলেকশনে জিতিয়াই ব্রহ্মাদের নারদকে ওএসডি করেন ২০০০ বছর। ওএসডি থাকিবার পরে যখন ব্যাট্যা টিকিতে না পারিয়া ব্রহ্মার নিকট ক্ষমা চাহিয়া ওএসডি তুলিয়া লইবার জন্য দেনদরবার করে তখন ৫ পেটিতে রফা হয়। , ব্যাটা হতচ্ছাড়া !!! ব্রহ্মার সাথে লাগিতে আসে , কত্ত বড় সাহস !! নির্বাচনের সময় কাছাইয়া আসাতে ব্রহ্মা কিঞ্চিত চিন্তিত , ইদানিং নাকি বিষ্ণু আর শিব মিলিয়া...

লক্ষণ রেখা তেলেপোকা ব্লকিং চক

আজকে এক জিনিস দেখে লক্ষন এর জন্য কিঞ্চিত খারাপ লাগলো ।   রামায়নের লক্ষন , রামের ছোট ভাই লক্ষন ... যে দাগ কেটে সীতাকে সকল বালা মুসিবত থেকে বাচানোর জন্য রেখে গিয়েছিল , যে দাগে পা দিয়ে রাবণের পা পুরে গিয়েছিল । আজ সে দাগ দেয়ার চক বিক্রি হচ্ছে ২০ টাকা করে । এ চকের দাগে রাবণ মরে না। তবে দোকানদার গ্যারান্টি দিল তেলেপোকা মরবে । না মরলে ২০ টাকা ফেরত পাবো। জয়তু “ laxman Rekha” আগে ঘটনা কই কি হইছিল রামায়নে ... সীতাকে দেখে রাবর যখন প্রেমে আকুল যারে বলে লাভ এট ফাস্ট সাইট , মগার সীতা ফেন্ড লিস্ট পুরাই ফুল, ফুল মানে ফুল , লিস্টে গুইনা গুইনা ৪৯৯৯ রুপে রাম বিরাজমান । রাবন এর রিকু পাঠানি লাগবোই লাগবো। উপায় ... তখন মারীচকে আই মিন রাবনের এক ব্রোরে মায়ামৃগর রুপ ধারন ক ইরা সীতাকে প্রলুন্ধ করতে কইলো । তাতে একটা ফ্রেন্ডও যদি কমে রাবন রিকু পাঠাইবো । মারীচ ব্রো শুরু কইরা দিল তার খেইল দেখানো । মায়ামৃগের সুন্দর রূপ দে ইখা সীতা পয়লা এসএমএস দিল “ আর্যপুত্র , লক্ষণের সঙ্গে শীঘ্র এদিকে আসো”। পরে শুরু কইরা দিল টিপিক্যাল উইমেনের মত সোনার হরিন দাও সোনার হরিন দাও বলে স্টেটাস দেয়া । রাম আর টিকতে পারলো ন...