Skip to main content

বানী প্রবচন

সাত কোটি বাংগালীর হে মুগ্ধ জননী, রেখেছ বাংগালী করে মানুষ করোনি । - রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন 

বাংগালী চির দিন দালালী করতেই পারে কিন্তু দল গড়ে তুলতে পারে না । - জাতীয় কবি নজরুল

বেশি এডভান্স হয়ে যাচ্ছে না !!! আ স ম আব্দুর রব কে শেখ মুজিব (২ মার্চ ৭১ এ মুজিবের হাতে পতাকা তুলে দিলে রবকে মুজিব)
"ফজলুল কাদের চৌধুরী জেলে কী খাচ্ছে না খাচ্ছে এতসব ভাল খাবার দেখে ওনার কথা হঠাৎ মনে পড়ে মনটাই খারাপ হয়ে গেল আমি কীভাবে খাই? - শেখ মুজিব (অধ্যাপক আবু সাঈদ ১২ তারিখের চ্যানেল ২৪ এর টক শোতে উল্ল্যেখ করেন )

থ্যাঙ্ক গড, পাকিস্তান ইজ সেভড
- ভুট্টো (অপারেশন সার্চ লাইট শুরু হলে পর দিন তিনি পশ্চিম পাকিস্তানের দিকে রওনা হন , তখন এয়ারপোর্টে)

১."ধর্ষন যখন নিশ্চিত তখন তা উপভোগ করাই শ্রেয় ।"
২. আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু।
৩. আংগুল দেখাবেন না,ওই আংগুল এ রিং পরানোর কথা ছিল।---শেখ হাসিনাকে সাকা চৌধুরী
৪. “ হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে, আমার সোনা নিয়ে এতো টানাটানি কেন?” -"আমি কিন্তু সোনা বলতে এখানে অরনামেন্ট'স বুঝিয়েছি"
৫. "বঙ্গবন্ধু এত বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় উনার স্বপ্নদোষ আছিল"
৬. "আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে, এখন দেখি লেজেই কুত্তা নাড়ায়"
৭. "মাননীয় স্পিকার, আমিতো চোদনা হয়ে গেলাম।" স্পিকার অশ্লীল কথা বলতে নিষেধ করলে তিনি জবাব দেন,"আমি আবারও চোদনা হয়ে গেলাম।
৮. "আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরি থেকে যদি সাকা চৌধুরি হতে পারে তাহলে আমিও বলতে পারি Bangladesh Awami league থেকে বাল (Bal)"
৯. "আপনারা আমার সমালোচনা করেন তাতে তো আমি আপত্তি করি না। এটা হচ্ছে হাঁসের গায়ে পানি ছিটানোর মতো। ঝাঁকি দিলে এ পানি পড়ে যাবে।"
১০. "আপনারতো সাদা হয়ে গেলেও মাথায় চুল আছে আর আমার মাথা থেকে চুল পড়ে গেছে। কিন্তু তারপরও আমি ভয় পাই না।" --- ট্রাইবুনাল চেয়ারম্যানকে ।
১১. "আপনি না ডাকলে কীভাবে আসবো, আপনাকে দেখার জন্য তো আমার মন কাঁদে, আপনাকে দেখলেও আমার মন ভালো হয়ে যায়।" --- ট্রাইবুনাল চেয়ারম্যানকে
১২. “আমার বিরুদ্ধে তো ইতিহাসের কথাই বলা হয়েছে। পলাশী থেকে শুরু করা হয়েছে। দেড় বছর আমার বিরুদ্ধে বলা হয়েছে, অথচ আমাকে বলতে দেয়া হচ্ছে না।"...... "সাঈদী সাহেবের মামলার সময় বলা হয়েছে, এখন তার সাঈদীর বিচার হচ্ছে না। দেলু শিকদারের বিচার হচ্ছে। আমার ব্যাপারে বলা হচ্ছে ফজলুল কাদের চৌধুরীর ছেলের বিচার হচ্ছে; সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হচ্ছে না। আপনাদের লিমিটেশন আমি বুঝি, আমার লিমিটেশনও আমি বুঝি।" --- ট্রাইবুনালে ।
১৩. "কিসের ক্যামেরা ট্রায়াল, বসে বসে স্কাইপি করেন।" --- ট্রাইবুনালে ।
১৪. শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করার
চেষ্টা করেছেন এমন অপবাদ দেওয়ায় সাকা বলেন "আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হত না"
১৫. আওয়ামী লীগের একটি মহল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন "ওই
মহলটি জানে না যে তারা যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই বিলের বক"
১৬. নারী নির্যাতন বিষয়ে কামরুলের একটি বক্তব্যের জবাবে সাকা বলেন," তিনি কেরানীগজ্ঞের একজন প্রমোধ বালক, এটা কি আমি কখনও বলেছি?"
১৭. আইন মন্ত্রী কে লক্ষ্য করে বলেছেন নতুন নতুন অর্বাচিনরা আমাকে আদব শেখায
১৮. সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে সাকাঃ পঞ্চম সংশোধনীর কথা আর বইলেন না, সোনা মিয়া হইছে লাল মিয়া আর লাল মিয়া হইছে সোনা মিয়া। মিয়াডা ঠিকই আছে,খালি সোনাডা লাল হয়ে গেছে ৷
-সাকা চৌধুরি 

১. আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 
২. আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে
৩.আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয় । 
৪. আবুল হোসেন দেশপ্রেমিক। তাই তিনি দেশের সম্মান রাখতে পদত্যাগ করেছেন। কোন মন্ত্রীর গাটস থাকে যে পদত্যাগ করে! এটা একমাত্র আওয়ামী লীগ আমলেই সম্ভব। আমাদের সেই সাহস আছে।’ 
৫.বিদ্যুৎ উৎপাদন যদি সাত দিন বন্ধ রাখি তাহলে জনগন বুঝতে পারবে আমরা বিদ্যুৎ ই'পাদন করেছি কিনা।
৬. ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দলীয় আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, B মানে বাংলাদেশী’, N মানে নয়াএবং P মানে পাকিস্তানের দালালBNP ‘বাংলাদেশী নয়া পাকিস্তানি দালাল। (৭-৩-২০১৩)
৭. "দিল মে যো পেয়ার হ্যায় তা নিয়ে পাকিস্তান যান" খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ।
৮. সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

১. শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নেই সব জুয়ারী। 
২. কদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে। 
৩. বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করা উচিত। 
৪. আবুল ইজ ডাউন।’ (যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সম্পর্কে) 
৫. ভারতকে ট্রানজিটের বিনিময়ে ফি নয়, একটা কিছু নিবো
৬. ইট বিলংস টু আবর্জনা (পত্রিকায় অর্থনীতির বেহাল দশা নিয়ে রিপোর্টের সমালোচনায়)
৭. অন্য দেশে আয় করে আমার দেশে পাঠাচ্ছে প্রবাসীরা। এদের ওপর কোনো কর আরোপ করা হয় না। এতে টাকা কালো হচ্ছে।’
৮. ৪০০০ কোটি টাকার দুর্নীতি কিছুই না
৯. 'ফাটকাবাজারিরা' পুঁজিবাজারে গোলমাল করছে
১০.শেয়ারবাজার প্রসঙ্গে “”আই এম একদম ফেড আপ
১১. ইউনূস 'দেশবিরোধী' প্রচারে লিপ্ত
১২. ড. ইউনূস আমাদের একমাত্র সমস্যা
১৩. ইউনূসের কারণে আমরা মরে যাচ্ছি
১৪ আমাদের ভুল হয়েছে। যেহারে চাহিদা (বিদ্যুতের) বেড়েছে সেটা আমরা হিসাব আমরা করি নি
১৫ 'আওয়ামী লীগেও গুণ্ডা-সন্ত্রাসী আছে। এদের ধরতে হবে'
১৬ 'শর্ত' পূরণ হওয়ায় বিশ্ব ব্যাংক ফিরবে (পদ্মা সেতু)
১৭. তিন বছরেই পদ্মাসেতু নির্মান করবে বাংলাদেশ
১৮. বিশ্বব্যাংকের সাড়া না পাওয়ায় অনুরোধ প্রত্যাহার
১৯. জনগণও পদ্মা সেতু নির্মাণে অংশ নেবে
২০ পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি
২১. আমি যা বলি, সংবাদ মাধ্যমে তা মিসকোট (ভুলভাবে উদ্ধৃত) করা হয়।
২২. বাপেক্স জাস্ট স্টুপিড
২৩. যাঁরা হরতাল দেন, তাঁরা সন্ত্রাসের নেতা-নেত্রী
২৪. অর্থমন্ত্রী হিসেবে আমি তৃপ্ত
২৫. যাঁরা এই চিত্কার-চেঁচামেচি করছেন, তাঁরা দেশের মঙ্গল চান না (হল-মার্ক গ্রুপকে নতুন করে ঋণ দেওয়ার সরকারি ভাবনার বিরোধিতাকারীদের)
২৬. বাংলাদেশের বদনাম করেছে বিশ্বব্যাংক। এটা ষড়যন্ত্রমূলক - জাইকার অনুষ্ঠানে পদ্মা সেতু প্রসঙ্গে
- অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। 

১. আপনারা কম খান কোন সমস্যা থাকবে না। 
২. পেয়াজ না খেলে কি হয়?
৩. ‘বাংলাদেশ কোন অবস্থাতেই মুসলিম রাষ্ট্র নয়
বাণিজ্য মন্ত্রী ফারুক খান। 

১.দূর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করবো না 
২.ভারতকে ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো কিছু চাওয়া হবে অসভ্যতা।
৩. আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন
৪.শেয়ার বাজারে ঝুকি নিয়ে যারা বিনিয়োগ করেন তাদের আগের অনন্ত উৎস আছে। গায়ের পোষাকের চেয়ে বড় পোষাক কেউ পড়লে বোঝা যায় সেটা চুরি করে আনা
- উপদেষ্টা মসিউর রহমান। 

১. জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না।" -,২২শে ফেব্রুয়ারি,২০১৩ 
২. শেখ মুজিব,তুমি আর বঙ্গবন্ধু নও। আজ থেকে তুমি বঙ্গশত্রু।" ১৯৭৩ 
৩. জিয়া মুক্তিযুদ্ধ করলেও মন থেকে করেন নি 
৪. সারাদিন মেকাপ নিয়ে ব্যস্ত থাকলে দিন বদল দেখবে কেমনে (খালেদা জিয়াকে উদ্দেশ্য করে )
৫. ঢাকা আসবেন, ঢাকা দখল করবেন, আর আওয়ামী লীগ বসে তামাক খাবে, এটা ভাববেন না (ঢাকায় আওয়ামী লীগের জনসভায় ১৬-০২-২০১২)
- মতিয়া চৌধুরী 

১. বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন 
২. জামায়াতের তরুণ কর্মীরা নিজামী, মুজাহিদের চেয়ে ভালো। 
৩. আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশে শান্তি থাকে। আর এখন কৃষক কে আর সার খুজতে হয়না, সার ই কৃষক কে খুজে 
৪. ১২ মার্চ বিএনপির ঢাকা চলো কর্মসূচির সাধ ভালোভাবে মিটিয়ে দেওয়া হবে। মার্চ মাস কাউকে আমরা ইজারা দেব না ।  ( ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায়(২৯-০৩-২০১২)
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু। 

১. দেশের পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভালো
২. এটি একটি বিচ্ছিন্ন ঘটনা
৩. ৪৮ ঘন্টা সময় বেধে দেয়া ছিলো কৌশল
৪. এ হত্যাকাণ্ডে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি। (সাগর-রুনী হত্যাকারীদের ধরার ব্যাপারে)
৫. ঈদে বাড়ি গেলে তালা লাগিয়ে যাবেন৬. মহাজোট সরকারের সময়ে পাঁচ শরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। তবে আইনের ভাষায় ‘গুম’ বলে কোনো শব্দ নেই।
- সাহারা খাতুন। 

সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই। - যোগাযোমন্ত্রী সৈয়দ আবুল হোসেন  

যাদের চেহারা সিরত ভালো না তারাই বোরকা পরে। - ডেপুটি স্পিকার শওকত আলী। 
যাদের চেহারা সুরত ভালো না, তারাই বোরখা পড়ে - প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকী 

মোবাইল বেশী চার্জ দেয়া হয় বলে বিদ্যুৎ সংকট-গয়েশ্বর রায় 

এরশাদ একটি মরা ঘোড়া আওয়ামী লীগ নেতা আবু সাইদ 

গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইবাদত মনে করে আমরা পিলখানায় গিয়েছিলাম। নানক. 

আমার নেত্রী জীবনে কোন দিন মিথ্যা বলেন নাই। রাষ্টপতি জিল্লুর রহমান। 

শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করে নাই। পররাষ্টমন্ত্রী দিপুমনি। 

১. যারা মানুষ চিনে, গরু চিনে, সিগন্যাল বাতি চিনে তাদের সবাইকে ড্রাইভিং লাইসেস্ন দেয়া উচিৎ। 
২. দূর্ঘটনার জন্য চালকরা দায়ী নন
৩. চালকেরা ঘাতকও নয়, খান সেনাও নয়। তারা জনগণের সেবক। চালক ইচ্ছা করে কাউকে খুন করে না। (০১-০১-২০১২)
- নৌমন্ত্রী শাহজাহান। 

১. বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না।
২. ‘ব্লেক সাহেবের কথায় বাংলাদেশ চলে না। ব্লেক সাহেবদের কথায় যদি বাংলাদেশ চলত, তবে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ চলে বাংলাদেশের কথায়। বাংলাদেশের জনগণের কথায়।’
- রেলমন্ত্রী সুরঞ্জিত সেন।


তোমাকে(গায়িকা মিলা)দেখে মনে হয়েছে, আমি জীবন্ত মাইকেল জ্যাকসনকে চোখের সামনে দেখছি। যিনি ছিলেন আমাদের সময়কার আইডল। - গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। 

১৫ আগস্ট পাশের দেশ ভারত স্বাধীনতা দিবস পালন না করলে খালেদা জিয়াও তার জন্মদিন পালন করবেন না। - হান্নান শাহ্‌ 

জয়নাল হাজারীর মতো ভালো মানুষ কমই আছে আব্দুল গাফ্ফার চৌধুরী। 

বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান । - মইন ইউ আহমেদ।

আমরা যারা রাজনীতি তাদের মাথা ঠিক রাখার জন্য মাঝে সেক্সের দরকার হয়, তাই এই ধর্ষণ——জনৈক ছাত্রলীগ ধর্ষনে সেঞ্চুরীয়ান নেতা/সিন্ডিকেটের তদন্ত কমিটির সামনে জিজ্ঞাসাবাদের সময় উক্তি। 

নোবেল পুরষ্কার পাতেল গ্যাস জ্বালানী নিয়ে আন্দোলন কারী আনু মুহাম্মদরা হলো টোকাই - সংসদে পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ। 

আপনাদের ড্রাইভারের দোষ ছিল , সে ওভারটেক করতে গিয়েছিল -আবুল হাসান 

১.ধর্ম একটি নেশা, যেমন তামাক-মদ যেমন নেশার সৃষ্টি করে, ধর্ম তেমনি এক ধরনের নেশার সৃষ্টি করে
২.মিডিয়ার মালিকরা জারজ সন্তান
- বস্ত্র ও পাটমন্ত্রী আ। লতিফ সিদ্দিকী। 

সরকার আমাকে ক্ষমতা দিয়েছে, আমার ক্ষমতা কেউ কমাতে পারবেনা
শেয়ার কেলেংকারীর অভিযোগ পরোয়া করিনা
লোটাস কামাল।

গাবতলী গরুর হাটটি আমাদের প্রাণপ্রিয় নেতার নামে ‘‘এরশাদ গরুর হাট’’ রাখা হোক-এটা আমাদের প্রাণের দাবী -এস এ খালেক, এমপি। 
এই গরুটাকে স্টেইজ থেকে নামিয়ে দেওয়া হোক———এরশাদ/নামকরনের অনুষ্ঠানের মঞ্চ থেকে, এসএ খালেককে দেখিয়ে দিয়ে 

১. মহাজোট ব্যর্থ হলে আমাকে প্রথম ফাসিঁ দেওয়া হবে।
২. যাদের ইসলাম ভাল লাগে না তারা ধর্মান্তরিত হয়ে যান , নয়তো অন্যদেশে চলে যান। (০৬-০৩-২০১৩)
৩. রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে দেশে রক্তের গঙ্গা বয়ে যাবে।(০৬-০৩-২০১৩)
৪. দেশ আজ ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
৫. বারবার রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে প্রশ্ন করে আপনারা আমাকে আর ছোট করবেন না (১০-০১-২০১০)
৬. সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচনে গেলে মানুষ থুতু দেবে
-লেজেহুমু এরশাদ  

শামীম ওসমান ভালো অভিনেতা, তিনি মিথ্যাকে সুন্দর ভাবে সত্যে পরিনত করেন
আওয়ামীলীগ কখনো লাঠি নিয়ে মিছিল করে নি
অভিনেত্রী সারাহ কবরী, এমপি 

রমজানে সরকারকে অভিশাপ নিবেন না —-বানিজ্য সচিব ম, গোলাম হোসেন।

ফারুককে নির্যাতন করে গণতন্ত্রের প্যান্ট খোলা হয়েছে আ স ম রব।

কবির চৌধুরী যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা হলে আমরাও মুক্তিযোদ্ধা-জামায়াত নেতা আজহার।

বিমান মন্ত্রনালয় চলছে সতীনের সংসারের মতোকর্নেল অলি।

এরশাদ একটি মরা ঘোড়াআওয়ামী লীগ নেতা আবু সাইদ।

নিয়োগ নিয়ে কি হচ্ছে তা আল্লাহ ভালো জানেনস্পিকার আ। হামিদ।

প্রশাসন কাদঁছে, আমরা দেখছি মাহমুদুর রহমান মান্না।


স্বরাষ্ট্র মন্ত্রী নাছিম

এরশদের যদি এ ক্ষমতা থাকতো তবে সারা দেশ কচিকাচার মেলায় ভরে যেত (সাদ এর জন্ম সম্পর্কে)জাপা এর সাবেক এক মহিলা এমপি

গার্মেন্টস এর পানি রাস্তায় ছেড়ে দেয় বলে রাস্তার এ বেহাল দশা- আবুল হোসেন 

"আল্লাহর মাল আল্লায় নিয়া গেছে।" 
পুলিশ সদস্য নিহত হলে পুলিশের জানাজা পড়ি, সন্ত্রাসীদের জানাজা তো পড়ি না!
- আলতাফ চৌধুরী

আমি গোলাম আজমকে নারায়ণগঞ্জে অবাঞ্জিত ঘোষণা করেছিলাম। সেলিনা হায়াত আইভি সেই প্রতিশোধ নিতে আমাকে নারায়ণগঞ্জে আজকে অবাঞ্জিত ঘোষণা করেছেন
- শামিম ওসমান।

উই আর লুকিং ফর শত্রুজ বাবর ।

১. কদিন পর এমন মাইর শুরু হবে যে বিএনপি জামায়াতকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
২. আন্দোলন কত প্রকার ও কি কি- এটা আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগ আন্দোলনে চ্যাম্পিয়ন।
৩. অপরাধী যেই হোক, বাইশ হাত মাটির নিচ থেকে হোক আর সমুদ্রের তলদেশ থেকে হোক তাকে গ্রেফতার করা হবেই!
- মোহাম্মদ নাসিম

১. শাহবাগ সরকারের চেয়েও বেশি শক্তিশালী।
২. নতুন প্রজন্মের ছয় দফা দাবিকে গণমানুষের দাবি উপেক্ষা করার যে স্পর্ধা সরকার দেখিয়েছে, তা নজিরবিহীন।
 - গনজাগরন মঞ্চের ডাঃ ইমরান এইচ সরকার।

"বাংলাদেশ নামের কিছু হলে আমি আত্নহত্যা করবো।" - গোলাম আযম। (দৈনিক সংগ্রাম,২৬শে সেপ্টেম্বর,১৯৭১খ্রিস্টাব্দ)

বাংলার ফেরাউনের পতন হইয়াছে।
- মালেক উকিল (শেখ মুজিব হত্যার পর লন্ডনে )

১. গনমাধ্যমে প্রচারিত এসব ভিডিও ফুটেজ দ্বারা খুনী প্রমানীত হয় না। (বিশ্বজিত হত্যাকারীদের ধরার ব্যাপারে)
২. পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে সফল স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সাহারা খাতুন।
স্বরাষ্ট্র মন্ত্রী মখা আলমগীর

দরজা ভাঙা হবে, কিছু নিয়ে আসো।
- এডিসি মেহেদী হাসান (বিএনপি কেন্দ্রিয় অফিসে অভিযাকালে ১১-০৩-২০১৩ )

আমার পরীক্ষা, আমাকে নিয়ে যাইয়েন না।
( বিএনপির দলীয় কার্যালয়ের তিনতলার একটি কক্ষে কান্নাকাটির শব্দ আসে। সেখানে গিয়ে দেখা যায়, এক কর্মীকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই কর্মী পুলিশের পা চেপে ধরে বলছিলেন)

আগামী ২০ বছরের মধ্যে দেশে কোনো হিন্দু থাকবে না । এদের রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে । তা না হলে তারা চিরতরে হারিয়ে যাবে " ।

পুলিশের পদোন্নতির ক্ষেত্রে মানবাধিকার কমিশন থেকে সনদ নেওয়ার বিধান করতে হবে। (হাইকোর্টে ১৭-০২-২০১২)
- মানবাধিকার কমিশনার মিজানুর রহমান

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে গেলে, তাদেরকে জিম্মি করা হবে। তারপর জামাত নেতাদের মুক্তি দাবি করা হবে - কবি নির্মলেন্দু গুন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলা হলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জায়নামাজে বসে যান। বাংলাদেশ দলের জন্য দোয়া করেন - ইস্রাফিল এমপি

সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইটি বিশেষজ্ঞ - বিটিভির সাংবাদিক সুজন হালদার

আওয়ামী প্রফেশনাল কিলিং গ্রুপ তকী কে হত্যা করেছে - নারায়নগঞ্জের ত্বকী হত্যা প্রসঙ্গে তার বাবা

গ্রামে গন্জে ইসলামিক জালসা বন্ধ করতে হবে । -পঙ্কজ কুমার

মেয়েদেরকে বোরকার হাত থেকে রক্ষা করতে হলে তাদেরকে নাচ গানের শিক্ষা দিতে হবে । -হাছান মাহমুদ

সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদেরকে ­ বিতারিত করতে হবে । - জয় ।

রাসুল সাঃ হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছে । - ধর্ম প্রতিমন্ত্রী ।

আমি মুসলমান ও নই,হিন্দু ও নই - সৈয়দ আশরাফ ।

বাংলাদেশ হয়েছে বলেই এতো মাতব্বরি -  কাদের মোল্লা

আমরা আপনাদের তৈরি করছি, আপনারা আমাদের তৈরি করেন নাই - গীতা সরকার, বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ গৃহবধূ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে(০২.১২.২০১৩)

Popular posts from this blog

সিরাজুল আলম খান - ব্ল্যাক সোয়ান

মুক্তিযুদ্ধ চলা কালে ট্রেনিং সেন্টারে (ফোল্ডার হাতে) পরিচিতি :  সিরাজুল আলম খান, নোয়াখালীতে ১৯৪১ সালে জন্ম নেয়া এক জন ব্যাক্তি যে বাংলাদেশের জন্মের সাথে জড়িত অত্যান্ত নিবিড় ভাবে। অবিবাহিত একজন মানুষ যাকে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সম্মক অবহিতজনের কাছে পরিচিত রহস্যপুরুষ হিসাবে, এছাড়া রাজনৈতিক নেতাদের কাছে তিনি পরিচিত তাত্ত্বিক (theorist) হিসাবে। সিরাজুল আলম খান ভিন্ন ভিন্ন তিন মেয়াদে প্রায় ৭ বছর কারাভোগ করেন। সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসাবে শিক্ষায়তনে সুখ্যাতি অর্জন করেছিলেন। সিরাজুল আলম খানের বিশ্ববিদ্যালয় ডিগ্রী অঙ্ক শাস্ত্রে হলেও দীর্ঘ জেল জীবনে তিনি দর্শন, সাহিত্য, শিল্পকলা, রাজনীতি-বিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সামরিক বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সংগীত, খেলাধুলা সম্পর্কিত বিষয়ে ব্যাপক পড়াশোনা করেন। ফলে রাষ্ট্রবিজ্ঞানের উপর গড়ে উঠে তাঁর অগাধ পাণ্ডিত্য এবং দক্ষতা। সেই কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের অসকস বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬-’৯৭ সনে। নি

প্রাগৈতিহাসিক - মানিক বন্দ্যোপাধ্যায়

সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে - দল ধরা পড়িয়া যায়। এগারজনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্শার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল। রাতারাতি দশ মাইল দূরের মাথা - ভাঙা পুলটার নিচে পেঁৗছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া শরবনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়া ছিল। রাত্রে আরো ন ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেহলাদ বাগ্দীর বাড়ি চিতলপুরে। পেহলাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঁধটা দেখাইয়া বলিয়াছিল , ' ঘাওখান সহজ লয় স্যাঙ্গাত। উটি পাকব। গা ফুলব। জানাজানি হইয়া গেলে আমি কনে যামু ? খুনটো যদি না করতিস _' ' তরেই খুন করতে মন লইতেছে পেহলাদ। ' ' এই জনমে লা , স্যাঙ্গাত। ' বন কাছেই ছিল , মাইল পাঁচেক উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেহলাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিনজুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তালপাতা দিয়া একটা

বর্তমান হিন্দু মুসলমান সমস্যা

১৯২৬ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ভাষন দেন যার নাম “বর্তমান হিন্দু মুসলমান সমস্যা” । এটি বাঙলা প্রাদেশিক সম্মেলনে প্রদান করেন। পরে তা হিন্দু সংঘ পত্রিকায় ছাপা হয় ১৯ শে আশ্বিন ১৯৩৩ সালে। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক  এর ভাষায় ১৯৩০ সালের দিকে প্রকাশিত শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যা পর এত ( আহামদ ছফার বাঙালি মুসলমানের মন ) প্রভোক্যাটিভ রচনা বাংলা ভাষায় পড়ি নাই। কোন একটা কথা বহু লোকে মিলিয়া বহু আস্ফালন করিয়া বলিতে থাকিলেই কেবল বলার জোরেই তাহা সত্য হইয়া উঠে না । অথচ এই সম্মিলিত প্রবল কন্ঠস্বরের একটা শক্তি আছে । এবং মোহও কম নাই । চারিদিক গমগম করিতে থাকে – এবং এই বাস্পাচ্ছন্ন আকাশের নীচে দুই কানের মধ্যে নিরন্তর যাহা প্রবেশ করে , মানুষ অভিভূতের মতো তাহাকেই সত্য বলিয়া বিশ্বাস করিয়া বসে । propaganda বস্তুত এই-ই । বিগত মহাযুদ্ধের দিনে পরস্পরের গলা কাটিয়া বেড়ানই যে মানুষের একমাত্র ধর্ম ও কর্তব্য , এই অসত্যকে সত্য বলিয়া যে দুই পক্ষের লোকেই মানিয়া লইয়াছিল , সে ত কেবল অনেক কলম এবং অনেক গলার সমবেত চীৎকারের ফলেই । যে দুই- একজন প্রতিবাদ করিতে গিয়াছিল , আসল কথা