For bread you beg. For a position you may shoot. 0 to 40 percent of the males of a nation belong to the ”fighting age“ cohorts from 15 to 29 years of age. ১৯৭০ সালে গ্যাস্টোন (Gaston BOUTHOUL -1896-1980) এ থিউরি দেন , তার এ থিউরি “Youth Bulge” নামে পরিচিত। তিনি প্রথমে ধারনা দেন যে একটি দেশের জনসংখ্যায় ১৫ থেকে ৩৫ বছরের যুবকের শতকরা হার সে দেশের সম্ভাব্য অস্থিতিশীলতার/যুদ্ধ বা ভায়োলেন্স তৈরির জন্য একটি বড় নির্দেশক সংখ্যা। ১৯৯১ সালে Jack A. GOLDSTONE তার Revolution and Rebellion in the Early Modern World, Berkeley et al., 1991 , বইতে ইংলিশ রেভুলেশন নিয়ে আলোচনা করছিলেন তখন Causes of the English Revolution( 1642-1651) অংশে বলেন There was an “inability of English economic, fiscal, and social institutions to adjust to the sustained population growth of the years 1500-1640 [2.2 to 5.2 mil-lion] / Young men desperate for positions, […] the remarkable surplus of landless younger sons […], in short, the large number of younger sons among the gentry as a w...
ভালবাসাতে, না পারবেন বাচতে না মরতে, তাই যুদ্ধই শ্রেয়।